শীর্ষ প্রশ্নোত্তর
  
কি ভাবে মিতালিতে অংশগ্রহণ করতে পারি?
বাংলা হরফে কি করে লিখব?
ইমেজ বা মিডিয়া ফাইল কি ভাবে যোগ করা যাবে?
মিতামুদ্রা ব্যাপারটা কি?
লগইন পারছিনা বা সাইট পাচ্ছিনা কেন?
সাইট সার্চ কোথায় পাব?


বিবিধ প্রশ্নের তালিকা

ইমেজ বা মিডিয়া ফাইল কি ভাবে যোগ করা যাবে?
কি ভাবে খেরোতে মিডিয়া ফাইল দিতে পারি?
কি ভাবে মিতালিতে অংশগ্রহণ করতে পারি?
খেরো খাতা বা আমার ব্লগের আর.এস.এস লিঙ্কটি কি?
ডব্লুটোলাতে কিভাবে নিশান বা ব্যানার দেব?
ডব্লুটোলা কিভাবে সম্পাদনা করব?
ড্রাফট হিসেবে লেখা কিভাবে সেভ করব?
প্রথম পাতার জন্য কিভাবে লেখা পাঠাব?
প্রোফাইলে বা দপ্তরে কিভাবে ছবি দেব বা শিরোনাম বদলাব?
উপহার ব্যবহার করব কি করে?
ফোটোম্যাপিয়া কি?
বন্ধুকে আমন্ত্রণ কিভাবে পাঠাব?
বন্ধুতালিকা থেকে কোন একজনকে বাদ দেব কি করে?
কারোর থেকে আপত্তিকর কিছু ঘটলে কি করব?
অত্যধিক ভিড় মনে হচ্ছে, কি করে এড়াব?
বাংলা হরফে কি করে লিখব?
পাসওয়ার্ড বা ইমেল কিভাবে বদল করব?
মিতামুদ্রা ব্যাপারটা কি?
মিতারা অনলাইন কে আছে ঠিকমতো কেন দেখা যাচ্ছেনা?
মিতা আগে তালিকায় ছিল, এখন নেই কেন?
লগইন পারছিনা বা সাইট পাচ্ছিনা কেন?
সাইট স্লো লাগছে, কি করব?
সতর্কীকরণ বার্তা কিভাবে সরাব?
সদস্যপদ বা অ্যাকাউন্ট বাতিল করতে চাই, কি করব?
রচনা বা পোস্ট পৌছলনা, কি করব?
লগআউট করতে পারছিনা, কি করব?
লিঙ্ক আছে অথচ পাতাটি নেই কেন?
সাইট সার্চ কোথায় পাব?
স্মাইলি ব্যবহার করতে পারি?




কি ভাবে মিতালিতে অংশগ্রহণ করতে পারি

যে কোনো রচনার নীচে আছে মতামত জানাবার বাক্স - কমেন্ট করে, আলোচনা করে আসর জমাও
আর নিজের যে কোনো গদ্য. চিঠি, ডায়েরী, খসড়া ইন্সট্যান্ট বার করতে চাইলে আছে খেরো খাতা - লগইন করবার পরেই পাতার ডান দিকে নিজের নাম দেখতে পাবে - তার নীচে আছে লেখা পাঠাও লিঙ্ক
এ ছাড়াও যে কোন পাতার উপরে একেবারে প্রথমেই ‘শুরু কর’ আইকনে ক্লিক করে বা এই প্রশ্নোত্তর পাতার সাইডবারে ডানদিকে উপরে শুরু কর লিঙ্কগুলি থেকে সরাসরি রচনা পাঠাতে পার

যদি ওয়েবকবিতাসংক্রান্ত কোনো তাজা রিপোর্ট থাকে বা কবিতা নিয়ে কোনো নিবন্ধ, প্রবন্ধ, রম্যরচনা বা আলোচনা থাকে তা এখনই পাঠিয়ে দাও এখানে, নির্বাচিত লেখাগুলি প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হতে থাকবে ^

বন্ধুকে আমন্ত্রণ কিভাবে পাঠাব

যে কোন পাতার উপরে ‘শুরু কর’ বোতাম বা টাইপরাইটার ছবিটির উপরে ক্লিক কর, তারপর দ্বিতীয় কলামের একেবারে উপরে ‘সব বন্ধুদের আমন্ত্রণ জানাও’তে ক্লিক করে ‘আমন্ত্রণ পাঠাও’ ট্যাবটিতে এস
এছাড়াও ডানদিকের সাইডবারে নিজের নামের নীচে আমার দপ্তর-এ ক্লিক করে আমার দপ্তর পাতায় এসে নিজের নামের একেবারে নীচে ‘যাদের ডেকেছি’তে ক্লিক করলেও আমন্ত্রণ পাতায় পৌঁছনো যাবে ^

বন্ধুতালিকা থেকে কোন একজনকে বাদ দেব কি করে

বন্ধুতালিকাতে নামযুক্ত হয়ে থাকে দ্বিমুখী অনুমোদনের ভিত্তিতে, নাম বাতিল করতে চাইলে নেটিজেনসুলভভাবে
চিরকুটের মাধ্যমে জানিয়ে দিতে পার যদিও তা জরুরী নয়, একবার বাতিলের পর আবার যোগ করতে চাইলে সিস্টেম এরর্ আসতে পারে ও সেটি সম্ভব না হতে পারে
নাম বাতিল করতে চাইলে যার নাম বাতিল করতে চাও তার দপ্তরপাতা বা প্রোফাইল পাতায় এসো ও ছবির নীচে ‘বন্ধুতালিকায় আছে!’ কথাটিতে ক্লিক করো, একটি সিস্টেম বার্তা দেখা যাবে ও ইচ্ছানুযায়ী ব্যবস্থা নিতে পারবে ^

কারোর থেকে আপত্তিকর কিছু ঘটলে কি করব

বন্ধুতালিকায় শুধু তাদেরই যোগ করা ভাল যারা পরিচিত ও যাদের তরফে আপত্তিকর কিছু ঘটবার নেই, এছাড়াও ইমেলবিনিময় বুঝে-শুনে অথবা না করা ভাল, যদি এরকম কিছু ঘটবার সম্ভাবনা থাকে যা সাইট সম্পর্কে নিরুত্সাহিত করতে পারে, প্রয়োজনে নিজস্বপাতা বা দপ্তরপাতা অর্থাত্ প্রোফাইল পেজ সম্পাদনা ট্যাবে ক্লিক করে শুধু ব্যক্তিগত বা শুধু বন্ধুদের জন্য রাখা যায়, মিতারা সবাই ভালো মিতা কিন্তু কচ্চিত্ কদাচিত্ কোনো অন্যথা বা অ্যাবিউস ঘটলে যোগাযোগের মাধ্যমে জানানো বাঞ্ছনীয়, আর কাউকে বন্ধুতালিকা থেকে কিভাবে বাদ দেওয়া যায় সেই স্টেপস্ উপরে দ্রষ্টব্য ^

অত্যধিক ভিড় মনে হচ্ছে, কি করে এড়াব

মিতালিকে নানাভাবে নিজের জন্য কাস্টোমাইস করে নেওয়া যায় - অন্যরা কতটা আমার সম্পর্কে দেখবে বা আমি কতটা অন্যদের দেখব সেই সেটিংগুলি করা খুব সহজ ও কয়েক সেকেন্ডের ব্যাপারমাত্র, বুঝতে অসুবিধা হলে যোগাযোগ পাতার মাধ্যমেও লিখে জানানো যেতে পারে
অন্যরা কতটা আমার সম্পর্কে দেখবে তা ঠিক করতে ডানদিকের সাইডবারে নিজের নামের নীচে ‘আমার দপ্তর’-এ ক্লিক করে সম্পাদনা ট্যাবে আসতে হবে, এলে ‘আমার পাতাটি যারা দেখতে পারে’-তে যারা দেখতে পারে সেই অপশন পাওয়া যাবে, এই একই পাতায় ‘ডাকবাক্স ব্যবহার সংক্রান্ত’-তে ক্লিক করে প্রাইভেট ম্যাসেজ অন বা অফ করা যাবে
আমি কতটা অন্যদের দেখব - উপরে উল্লিখিত সম্পাদনা পাতায় ‘বর্ণবিন্যাস ও পৃষ্ঠাসজ্জা’য় ক্লিক করলে মিতালি নিজস্ব নামে একটি থিম পাওয়া যাবে, যেটি সিলেক্ট করলে ‘কি হচ্ছে’ পাতায় তথ্যের ভিড় থেকে শুধুই ‘বন্ধুরা’ কি করছে বা বলছে ফিল্টার করে দেখানো হবে, এছাড়াও খেরো খাতা বা প্রথম পাতায় ভিসুয়াল ক্লাটার বা সবার সব লেখা দেখার ভিড় কাটাতে চাইলে ঐ সম্পাদনা পাতাতেই ডান দিকে সাইডবারে নামের নীচে ও নীচের দিকে ‘যাদের পড়ছিনা’তে ক্লিক করে যাদের লেখা পড়তে না চাও বেছে নিতে পারো, এই অপশনটি অন করলে শুধু লেখার শিরোনামগুলি দেখা যাবে, টিসার বা পুরো লেখাটা স্ক্রিনে আসবেনা, এই অপশনটি আবার রিভার্ট করা যায় যেকোনো সময়
এর বাইরেও শুধু টোলাভিত্তিক মিতালির ব্যবহার করা যায় - টোলা মানে নিজস্ব গ্রুপ বা নিজের পছন্দসই লোকজনকে নিয়ে মিনি ওয়েব, যেখানে শুধুমাত্র তোমারই অনুমোদনের ভিত্তিতে কেউ যোগ করতে পারবে, নিজের সম্পাদনা অনুযায়ী কোনো লেখা বা সদস্যকে বাতিল করা যাবে, বিবিধ ফাইল শেয়ার করা যাবে, গ্রুপ ক্যালেন্ডার, পোলিং বা বিবিধ বিষয়ে ভোট, এমন অনেক কিছু যা এমনিতে বাকি মিতালিতে করা যায়না তাও করা যাবে, পছন্দের টোলাটিকে বা নিজের টোলাটিকে ব্রাউসারে বুকমার্ক করে নিয়ে শুধুমাত্র টোলাভিত্তিক ব্যবহারও করতে যে কেউ স্বাগত ^

বাংলা হরফে কি করে লিখব

মিতালির প্রথম পছন্দ বাংলা হরফে লেখা, বাংলা হরফে লেখা পাঠানো খুবই সহজ
ইউনিকোড বাংলায় যেমন উইন্ডোস এক্সপি বা সমতুল্য ব্যবস্থায় বাংলা টাইপ বা BN-কী সক্রিয় করে মিতালির টেক্স্টবক্সে সরাসরি টাইপ করা যাবে বা এটি না থাকলে কবিতাচক্র কবিতা কীবোর্ড থেকে কপি-পেস্ট করা যেতে পারে
অনুমোদনসাপেক্ষে প্রকাশ্য লেখাগুলির ক্ষেত্রে ইউনিকোড বাংলায় পাঠানো লেখা খুব তাড়াতাড়ি প্রকাশযোগ্য
আপডেট - কবিতা কীবোর্ড এখন অনলাইন নেই, শিগ্গিরি অনলাইন করা হবে ^

ইমেজ বা মিডিয়া ফাইল কি ভাবে যোগ করা যাবে

সাধারণভাবে জেপিজি ফাইল, < ৫০০ কে.বি., < ৫৫০ পিক্সেল প্রস্থ
খেরো খাতায় খেরো চিত্রে বা আরো চিত্রে ক্লিক করে এবং অন্যান্য বিভাগ যেমন হইচই বা টোলা আলোচনাতে সহযোগী চিত্রে ক্লিক করে ছবি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যাবে
রেকমেন্ডেড প্রস্থের বেশী হলে ছবি স্বয়ংক্রিয়ভাবে রিসাইজড্ হয়ে যাবে অথবা অধিক পিক্সেল কাট-অফ হবে
কিছু কিছু ক্ষেত্রে বা বিশেষ কোন সফ্টওয়্যারে পরিবর্তিত জিফ আপলোড না হয়ে স্ক্রিনে গিবারিশ ক্যারাক্টারস আসতে থাকতে পারে বা কাট-অফ হয়ে যেতে পারে, এরকম হলে স্ট্যানডার্ড জেপিজি ফরম্যাট ব্যবহার করা বাঞ্ছনীয়

এ ছাড়াও খেরো খাতায় অলংকরণে ক্লিক করে ছবি যোগ করা যাবে - অলংকরণের মাধ্যমে সরাসরি রচনায় প্রদর্শিত ছবির বাঞ্ছিত প্রস্থ সর্বাধিক ৪০০ পিক্সেল, ছবিগুলি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবেনা, রচনার যেখানে প্রয়োজন [inline:1] বা [inline:2] কথাটি টাইপ করলে সেখানে লেফ্ট-অ্যালাইনড হয়ে দেখা যাবে - খেরো পাতায় খেরো চিত্র অথবা অলংকরণ যেকোনো একটির ব্যবহার বাঞ্ছনীয়, অলংকরণের ক্ষেত্রে কোডটি রচনার একেবারে প্রথমে অথবা রচনার প্রথম ২০০-৩০০ শব্দের পরে আর রচনার শেষ ২০-৩০টি শব্দের আগে এই ব্যপ্তির মধ্যে ব্যবহার্য, পাশাপাশি একাধিকবার কোড ব্যবহার বাতিলযোগ্য

যদি ১০০০ থেকে ১২৫০ পিক্সেলেরও বেশি প্রস্থের ছবি হয় খেরো পাতা পাঠানোর পাতায় অলংকরণে ক্লিক করে তা যোগ করা যাবে, ছবিটি বা ছবিটির লিংক দেখাতে রচনার শেষে টাইপ করো [inline:1]

মিডিয়া ফাইল - খেরো খাতায় খেরো টিভি ফিল্ডটিতে নিজস্ব মেটাক্যাফে, ব্লিপ বা ভিমেও ভিডিও ফাইলের ইউ.আর.এল বা কোড দেওয়া যেতে পারে, আর ডব্লুটোলার সদস্যরা ফাইল-পত্তরে ক্লিক করে সরাসরি নিজেদের নতুন পোস্টে অ্যাটাচ করতে পারে নিজস্ব মিডিয়া ফাইল ^

কি ভাবে খেরোতে মিডিয়া ফাইল দিতে পারি?

মিতালিতে সরাসরি আপলোড করে মিডিয়া ফাইল যোগ করার জন্য ডব্লুটোলাগুলি ব্যবহার্য, যদি খেরোতে এমবেডেড মিডিয়া ফাইল দেখাতে চাও খেরো টিভি ফিল্ডটিতে নিজস্ব মেটাক্যাফে, ব্লিপ বা ভিমেও ভিডিও ফাইলের ইউ.আর.এল দিতে পারো যেমন http://www.vimeo.com/৫৬৩৬৬৩১১০১২ http://blip.tv/file/৬৭২১০৯৮২২০২২ http://www.metacafe.com/watch/৫৬৮১২২৫৪৬/পলজকর/, সংখ্যা ও নামগুলি রোমানে

যদি এমবেডেড সার্ভিস ব্যবহার না করতে চাও আর খেরোতেই মিডিয়া ফাইল সরাসরি আপলোড করতে চাও তাহলে অলংকরণে ক্লিক করে mpeg mpg mp3 wav wmv ফাইলটাইপ ও সর্বাধিক ৪ থেকে ৫ এম.বি. ফাইলসাইজের ফাইল আপলোড করা যেতে পারে, এগুলি ডাউনলোডেবেল লিঙ্ক হিসেবে বা এন্ড-ইউসারের কম্প্যুটারের মিডিয়া প্লেয়ারে আলাদা উইন্ডোতে দেখা যাবে
আপলোডেড অ্যাটাচমেন্টটি দেখাতে [file:1] কথাটি রচনার শেষে টাইপ করো বা বাংলায় বর্ণনা বা নির্দেশসূচক কয়েকটি কথা লিখতে পারো, যেমন [file:1=আমার ভিডিও কবিতা রাইটক্লিক করে দেখো] বা [file:1=এইমাত্র এই স্কুপটা আপলোড করা হল] ^

স্মাইলি কিভাবে ব্যবহার করতে পারি

স্মাইলি সংকেত দিয়ে, যেমন :) ;) :( :D :-( :X :O :?
প্রতি বার্তায় অনধিক ৩টি - বার্তার শেষে স্মাইলটি দিলে বার্তার পঙ্কতিবিন্যাস সুষম থাকবে ^

লেখা বা মন্তব্যের জন্য মিতামুদ্রা

মিতামুদ্রা একটি কাল্পনিক মুদ্রা যা কোন রচনা বা মন্তব্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব অ্যাকাউন্টে জমা হতে থাকে
খেরোখাতায় ৩০০ আর শব্দতোড়া, হইচই, উপহার, টোলা পত্তন, টোলা আলোচনায় ১৫০ মিতামুদ্রা রচনাপিছু প্রাপ্য, মন্তব্যপিছু ৫০টি মিতামুদ্রা জমা হবে, রচনা বাতিল করলে সঞ্চয় থেকে মুদ্রা বিয়োগ হবে

মিতামুদ্রা দিয়ে কি করা যাবে? এই মুহূর্তে এটি শুধু একটি নিজস্ব সাইটস্বক্রিয়তার সূচক, তবে প্রকাশিতব্য কবিতাবাজারে ভবিষ্যত্ লেনদেনে বা মিতালি সাইট ইন্টারফেস, মুদ্রানীতি নির্ধারণ ইত্যাদি বিবিধ ক্ষেত্রে ব্যবহার্য হতে পারে, এটি কবে হবে তার কোন নির্ধারিত সময় নেই - সময়ে সময়ে প্রশ্নোত্তর পাতায় এই ব্যাপারে বিস্তারিত দেওয়া হবে বা ঘোষণা করা হবে ^

ড্রাফট হিসেবে লেখা কিভাবে সেভ করব

মিতালিতে যেকোনও খসড়াও খেরো প্রথম পাতায় প্রকাশ করতে স্বাগতম ! তবে ড্রাফট হিসাবে সেভ করতে চাইলে লেখা পাঠানোর পাতায় মূল লেখা বাক্সের নীচে ‘এই পাতাটি যারা দেখতে পারে’ ব্যবহার করে ১৫০-২০০ বা তার বেশি শব্দের ড্রাফ্ট সেভ করা যাবে। দ্রষ্টব্য যে লেখার শিরোনাম ও লেখার ঘটনাটি সাইট স্পাইয়ে নথিভুক্ত হয় যদিও সেই পাতার লিঙ্ক থেকে লেখাগুলি অনুমোদিত ব্যক্তিবাদে অন্য কেউ পড়তে পারেনা ^

মিতারা অনলাইন কে আছে ঠিকমতো দেখা যাচ্ছেনা

অনলাইন কে কে আছে একটি অ্যাপ্রক্সিমেশান মাত্র। কোনো কোনো সাইটে শেষ এক ঘণ্টা বা দু ঘণ্টা বা ততোধিক সময় আগে অনলাইন থাকা সদস্যকেও কারেন্ট অনলাইন দেখানো হয়। মিতালিতে মোটামুটি এই সময় পাঁচ থেকে পনেরো মিনিট। দপ্তরপাতায় অনলাইন দেখানো ও অনলাইন তালিকায় অনলাইন দেখানো হুবহু নাও মিলতে পারে ব্রাউসার ও কুকিজনিত নানা সমস্যার জন্য, যেগুলি টেকনিকাল ও সাইটের হাতে নয়। এছাড়াও লগ আউট না করে আবার লগইন করা বা বিবিধ ব্রাউসার বা বিবিধ জায়গা থেকে একই দিনে অ্যাকসেস করার জন্য অনলাইন তালিকায় নাম দুবার বা ততোধিক আসতে পারে কখনো কখনো। অনলাইন তালিকায় সর্বশেষ ৫ থেকে ৭ জন অনলাইন মিতাকে দেখানো হয়ে থাকে। এছাড়াও খেয়াল রাখা দরকার অনলাইন দেখানো মিতার হয়তো কমপিউটার অন আছে বা ব্রাউসার খোলা আছে কিন্তু মিতালিপাতায় নেই। অনলাইন দেখানো একটি কুকি নির্ভর প্রক্রিয়া যা সবসময় শতকরা একশোভাগ অ্যাকুরেট নাও হতে পারে। ^

মিতা আগে তালিকায় ছিল, এখন নেই কেন

খুব সম্ভবতঃ বন্ধুতালিকা থেকে কেউ স্বেচ্ছায় কাউকে বাতিল করেছে, বন্ধুতালিকাযুক্ত হওয়া
মানেই চিরস্থায়ী বন্দোবস্ত নয়, কেউ নিজের প্রোফাইল হিডেন ও আনহাইড করলে বা বন্ধুতালিকার
রদবদল করলে আগে তালিকায় থাকা মিতা পরে আর নাও থাকতে পারে, কোন জিজ্ঞাস্য বা আলোচ্য
থাকলে সরাসরি যোগাযোগের মাধ্যমে জানান ^

প্রথম পাতার জন্য লেখা পাঠানো

কবিতাবিষয়ক টাটকা খবর, কবিতাকেন্দ্রিক আলোচনা নিবন্ধ প্রবন্ধ পুস্তক আলোচনা বা বইপ্রকাশের আগাম খবর, কবি ও কবিতা নিয়ে সাক্ষাত্কার বা আড্ডা প্রথম পাতার জন্য পাঠানো যেতে পারে এই পাতার মাধ্যমে
অথবা লেখাগুলি নিজের ব্লগ বা খেরো খাতায় প্রকাশ করে ফ্রন্ট পেজ প্রমোশনের জন্য অনুরোধ জানানো যেতে পারে মূল সাইটের যোগাযোগ পাতার মাধ্যমে
প্রথম পাতার জন্য পাঠানো লেখাগুলি একমাত্র অনুমোদনসাপেক্ষে প্রকাশ্য
এ ছাড়াও খেরোতে লেখা নির্বাচিত ও বেশিরভাগ মৌলিক লেখাই এক থেকে দুদিনের মধ্যে ফ্রন্ট পেজ প্রোমোশন করা হয়ে থাকে ^

প্রোফাইলে বা দপ্তরে কিভাবে ছবি দেব বা শিরোনাম বদলাব

এই পাতার উপরে ডানদিকে ‘হাতের কাছে’ দেখ - কিভাবে শুরু করব-তে ক্লিক করো ও পরবর্তী
পাতায় ফান স্টেটমেন্ট ‘আপলোড কর তোমার নৌকার ছবি’তে ক্লিক করে দপ্তর সম্পাদনা পাতায় পৌঁছে
ছবি আপলোড-এ এসো, সরাসরি আমার দপ্তর লিঙ্ক থেকে সম্পাদনা ট্যাবে ক্লিক করলেও একই কাজ হবে
অধিকন্তু ট্যাবটিতে ক্লিক করলে প্রোফাইল বা দপ্তর পাতার শিরোনাম বদলানো যাবে, আর মূল ইউসার
নাম বাংলায় করতে হলে বাংলা বানানসহ যোগাযোগ পাতার মাধ্যমে জানালে তা করে দেওয়া হবে ^

উপহার ব্যবহার করব কি করে
ডানদিকে সাইডবারে নিজের নামের নীচে ছবির পাতা ক্লিক ক’রে শুরু করা যাবে, জেপিজি ছবি আপলোড করা যাবে, ছবির ফাইলনাম স্পেসছাড়া ইংরেজি বা রোমান হরফ বা সংখ্যায় বাঞ্ছনীয় ^

ফোটোম্যাপিয়া কি

ফোটোম্যাপিয়া ছবিতে ছবির উপর সরাসরি শব্দ লেখা যায় বা শব্দ দিয়ে চিহ্নিত করা যায় - ফোটোম্যাপিয়া মন্তব্যগুলি যে কেউ অন্য কারোরটা বাতিল বা ওভাররাইট করতে পারে ^

লগইন পারছিনা বা সাইট পাচ্ছিনা কেন

লগইন না পারলে ব্রাউসারে কুকি ও ক্যাশে ক্লিয়ার করে ব্রাউসার বন্ধ করে পুনরায় চালু করতে হবে
সাইট না পেলে ইন্টারনেট কানেকশান এক থেকে দু তিনবার রিকানেক্ট করে দেখা যেতে পারে
দ্রষ্টব্য যে মিতালির জন্য হাইস্পিড ব্রডব্যান্ড বা কেবল্ কানেকশান দরকার
কোনো কোনো আই.এস.পি.র ব্রডব্যান্ড বা ডায়ালআপ পরিষেবা কখনো কখনো খারাপ হওয়ার দরুণ পর্যায়ক্রমে অন্যান্য সাইটও যেমন এন.উইকিপেডিয়া, ইয়াহু ইত্যাদিও অলভ্য হয়ে যেতে থাকে, কবিতা বা কবিতামিতালি না পেলে দেখা যেতে পারে অন্যান্য এই সাইটগুলির ফ্রেশ পাতা আদৌ পাওয়া যাচ্ছে কিনা, না পেলে কয়েকবার ডিসকানেক্ট ও রিকানেক্ট করে বা প্রক্সি সার্ভিসের সাহায্য নেওয়া যেতে পারে ^

পাসওয়ার্ড বা ইমেল কিভাবে বদল করব

যে কোনো পাতায় নিজের নামের উপর ক্লিক করলে বা ডানদিকে বড় অক্ষরে লেখা নিজের নামের নীচে
আমার দপ্তরে ক্লিক করলে যে পাতাটি আসবে সেখানে সম্পাদনা বলে একটি ট্যাব দেখা যাবে, সম্পাদনায় ক্লিক করে প্রয়োজনমতো পাসওয়ার্ড ও ইমেল বদল করা যাবে ^

সাইট স্লো লাগছে, কি করব

কোনো কোনো আই.এস.পি.র ব্রডব্যান্ড বা ডায়ালআপ পরিষেবা উপযুক্তমানের জন্য না হওয়ার জন্য
এরকম হতে পারে - মিতালির জন্য হাইস্পিডযুক্ত ব্রডব্যান্ড পরিষেবা দরকার
ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বা ৬ বা সর্বশেষ ফায়ারফক্স আর কম্প্যুটারে ইউনিকোড বাংলা থাকা দরকার
ব্রাউসারে ক্যাশে ক্লিয়ার করে ব্রাউসার বন্ধ করে পুনরায় চালু করেও দেখা যেতে পারে ^

সতর্কীকরণ বার্তা কিভাবে সরাব

বার্তা শব্দসীমা বা এরর এন্ট্রিজনিত কারণে এই বার্তা এলে প্রয়োজনীয় সংশোধন করে নিলে এই বার্তা আর আসবেনা
ইউসার অ্যাবিউস বা আই.পি অ্যাবিউস রেকর্ড থাকলে যদি কোনো বার্তা আসে যোগাযোগ পাতা ব্যবহার্য ^

সদস্যপদ বা অ্যাকাউন্ট বাতিল করতে চাই, কি করব

সাইটে অংশগ্রহণ ও প্রতিবার কোনো রচনা প্রেরণ ব্যবহারবিধিতে সম্মত থাকা অনুসারে হয়ে থাকে,
ব্যবহারবিধির যে তথ্যগুলি এই প্রসঙ্গে এখানে উল্লেখ্য তা হল
সদস্যপদ সাধারণভাবে অবাতিলযোগ্য, ইনভাইট বা সদস্য হতে চেয়ে বা ইনভাইট পেয়ে
সদস্য হয় কবিতামিতারা অর্থাত্ স্বেচ্ছায়, সদস্য না হতে চাইলে ইনভাইট না চাওয়া বা
না গ্রহণ করা বাঞ্চনীয়, একবার সদস্য হলে ও রচনা পোস্ট করলে, কমিউনিটিভিত্তিক সাইট
হবার ফলে রচনা অন্যদের মন্তব্য বা ফেভারিট তালিকা সংযুক্ত হতে পারে বা ইমেলে লিঙ্কে
প্রেরিত হতে পারে যার ফলে সদস্যপদ বা সবার জন্য একবার প্রকাশিত রচনা পরবর্তীতে সাধারণভাবে
অবাতিলযোগ্য এবং রচনা প্রত্যাহৃত করার অনুরোধ সাইট গঠনের প্রেক্ষিতে অগ্রাহ্য করা হবে

যদি একান্তই সদস্যপদ সম্পর্কে নিরুত্সাহ এসে থাকে এটিকে কমপ্লিট হিডেন বা ড্রাফ্ট মোডে
অ্যাকাউন্ট সম্পাদনা পাতা থেকে করে নাও, সদস্যনাম বদলের অনুরোধও
যোগাযোগের মাধ্যমে জানানো যেতে পারে^

লগআউট করতে পারছিনা, কি করব

ডানদিকে বা সাইডবারে নামের নীচে লগ আউট লিঙ্ক আছে, এটি ব্যবহার করে লগ আউট না করা গেলে অথবা লগড্ ইন দেখাচ্ছে কিন্তু কিছু করা যাচ্ছেনা ও প্রকৃত লগড্ আউট দরকার সেক্ষেত্রে ব্রাউসারের টুলস্-এ এসে ডিলিট প্রাইভেট ডাটা ক’রে বা ইন্টারনেট অপশানে এসে কুকি ও ফাইল ডিলিট করে সমস্ত ব্রাউসার কুকি ও ক্যাশে ক্লিয়ার করে ব্রাউসার বন্ধ করে পুনরায় চালু করলে পুনরায় লগইন করা যাবে ^

লিঙ্ক আছে অথচ পাতাটি নেই কেন
পাতাটি হয় ব্যক্তিগত অথবা ব্যবহারকারী দ্বারা অপসৃত
হচ্ছেটা কি-তে নথিভুক্ত পাতা যেমন চিরকুটের মন্তব্য যে মিতার চিরকুট তার দ্বারা অপসৃত হয়ে থাকতে পারে অথবা সেটি ব্যক্তিগত করা থাকতে পারে, এছাড়াও কোন রচয়িতা বা সাইট দ্বারা পাতাটি অপসৃত বা ডিলিটেড হয়ে থাকতে পারে - এ সত্ত্বেও যদি কোন কিছুকে ‘ব্রোকেন লিঙ্ক’ বলে মনে হয় যোগাযোগ পাতার মাধ্যমে জানাও ^

আমার খেরো খাতা বা ব্লগের আর.এস.এস লিঙ্কটি কি

আর.এস.এস আছে এরকম ব্রাউসারে সহজেই অ্যাড্রেস বা ইউ.আর.এল বাক্সের ডানদিকে আর.এস.এস আইকন দেখা যাবে ও সেখান থেকে লিঙ্ক পাওয়া যাবে, যেমন বর্তমান মিতার খেরো খাতার সাইট ফিড এখানে ^

ডব্লুটোলাতে কিভাবে নিশান বা ব্যানার দেব

কোন টোলাপত্তন করে থাকলে প্রতিষ্ঠাতা-সম্পাদক হিসাবে সহজেই ব্যানার দিতে পারো ও বারবার পরিবর্তনও করতে পারো, এর জন্য সম্পাদনা ট্যাবে ক্লিক করে টোলা নিশানে ক্লিক করতে হবে
নিশানের বাঞ্ছনীয় আকার ৭০৫x১৩০ পিক্সেল ও ৫০০ কে.বি.র মধ্যে, অন্য মাপের হলেও তা এই মাপে ক্রপ ও স্কেল করা হবে ^

ডব্লুটোলাতে কিভাবে সম্পাদনা করব

কোন টোলাপত্তন করে থাকলে প্রতিষ্ঠাতা-সম্পাদক হিসাবে টোলার বিবরণ, সদস্যপদ ইত্যাদি সম্পাদনা করা যাবে
টোলার প্রথম পাতায় ‘মূল পাতা’ ট্যাবের পাশে সম্পাদনা ট্যাবে ক্লিক করে নিশান ছবি, বিবরণ, ভিডিও ইত্যাদি যোগ করা যাবে এবং সদস্যপদ তাত্ক্ষণিক না প্রতিষ্ঠাতা-সম্পাদকের অনুমোদন সাপেক্ষে তা নির্ধারণ করা যাবে
কোনো সদস্যপদ বাতিল করতে চাইলে ডানদিকে সাইড বারে টোলানামের নীচে সদস্যসংখ্যা বা বাসিন্দার উপর ক্লিক করলে ‘সদস্যরা’ পাতাটি আসবে ও এই পাতায় ‘তালিকা’ ট্যাব থেকে ‘রিমুভ’ অপশন পাওয়া যাবে
প্রতিষ্ঠাতা-সম্পাদক যে কোন একটি পুরো থ্রেড বাতিল করতে পারে, আর কোন একটি থ্রেডে কোন মন্তব্য সেই থ্রেড রচয়িতা বাতিল করতে পারে ^

রচনা বা পোস্ট পৌছলনা, কি করব

অনেকক্ষণ ব্রাউসার ইনঅ্যাক্টিভিটি থাকায় বা নেট কানেকশানে কোনো অসুবিধা হওয়াতে বা মাল্টিপেল অ্যাকাউন্ট ব্যবহার করলে পোস্ট না পৌছতে পারে, সাইট স্পাইয়ে পোস্ট শিরোনামটি নথিভুক্ত হল অথচ পোস্ট বডি পাওয়া গেলনা এরকমও হতে পারে - এরকম ক্ষেত্রে পুরোপুরি লগআউট করে ব্রাউসার ক্যাশে ক্লিন করে ব্রাউসার বন্ধ করে আবার ব্রাউসার খুলতে হবে, নেট ডিসকানেক্ট ও রিকানেক্ট করো, এবার আবার লগ ইন করে পোস্টটি করা যেতে পারে
কোন অসুবিধা হলে যোগাযোগ পাতার মাধ্যেমে জানাও ^

সাইট সার্চ কোথায় পাব

হচ্ছেটা কি পাতায় আতস কাঁচ আইকনের পাশের বাক্সে সন্ধান বা সার্চ শব্দ টাইপ কর বা আতস কাঁচ আইকনে ক্লিক করে বার্তা সন্ধান পাতায় এস ^

আরো সহায়তা

বিবিধ বিষয়ে আরো জানবার জন্য উপরে ডানদিকে হাতের কাছে লিঙ্কগুলি দেখা যেতে পারে
কোনো অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে মূল সাইটের যোগাযোগ পাতার মাধ্যমে জানানো যেতে পারে ^