রচনা পাঠানো ইমেজ বা মিডিয়া ফাইল যোগ করা প্রাইভেসি সেটিং আরো সহায়তা
ইউনিকোড বাংলায় যেমন উইন্ডোস এক্সপি বা সমতুল্য ব্যবস্থায় বাংলা টাইপ বা BN-কী সক্রিয় করে মিতালির টেক্স্টবক্সে সরাসরি টাইপ করা যাবে বা এটি না থাকলে মিতালি ফোনেটিক বর্ণবিন্যাস ও পৃষ্ঠাসজ্জা ব্যবহার করা যেতে পারে - মিতালি ফোনেটিক পেতে এখানে এস অথবা ডানদিকে তোমার নামের নীচে আমার দপ্তরে এসে সম্পাদনা ট্যাবে ক্লিক কর ও তারপরে বর্ণবিন্যাস ও পৃষ্ঠাসজ্জা ক্লিক করে মিতালি ফোনেটিক বেছে নাও
অনুমোদনসাপেক্ষে প্রকাশ্য লেখাগুলির ক্ষেত্রে ইউনিকোড বাংলায় পাঠানো লেখা খুব তাড়াতাড়ি প্রকাশযোগ্য
মৌলিক ও অপ্রকাশিত বাংলা রচনা, মূলতঃ কবিতাকেন্দ্রিক গদ্য বা বিবিধ বিষয়ে গদ্য
ন্যূনতম ১০০ শব্দ, সর্বাধিক ৫০০০ থেকে ২৫০০০ শব্দ
ছবির ফাইল জেপিজি ১০০ থেকে ৫০০ কে.বি., সর্বাধিক ৫০০ কে.বি. প্রতিটি, সর্বাধিক প্রস্থ ৫৫০ পিক্সেল
যে কোনো রচনার শিরোনাম বা রচনাটি সঙ্কুচিত বা সম্পাদিত হতে পারে
শব্দতোড়ার লেখাগুলি সাধারণভাবে লেখকনামবিহীন আর যে কেউ যে কোন লেখা সম্পাদনা করতে পারে বা পুরোপুরি বদল করতে পারে
বিশেষ দ্রষ্টব্য - কপি রেখে কোনো কিছু পাঠানো অবশ্য বাঞ্ছনীয়
লক্ষণীয় যে একবার প্রকাশিত রচনা পরবর্তীতে এবিউসব্যতীত ও সাধারণভাবে অবাতিলযোগ্য এবং রচনা প্রত্যাহৃত করার অনুরোধ সাইট গঠনের প্রেক্ষিতে অগ্রাহ্য করা হবে - লেখা বা ছবি বা মন্তব্য পাঠানো, ডাক ব্যবহার বা যে কোন প্রেরণ বা সাইট ব্যবহার মিতালি ব্যবহারবিধি ও বিজ্ঞপ্তির দ্বারা আবদ্ধ
লেখাতে ইমেজ বা মিডিয়া ফাইল যোগ করা
ইমেজ বা ছবির ক্ষেত্রে সাধারণভাবে জেপিজি ফাইল, < ৫০০ কে.বি., < ৫৫০ পিক্সেল প্রস্থ যোগ করা যাবেরেকমেন্ডেড প্রস্থের বেশী হলে ছবি স্বয়ংক্রিয়ভাবে রিসাইজড্ হয়ে যাবে অথবা অধিক পিক্সেল কাট-অফ হয়ে যাবে, ১০০০ পিক্সেলের বেশি প্রস্থের বা এক এম.বি.র বেশি ফাইলসাইজ হলে অসফল আপলোড ছাড়াও অ্যাকাউন্টটি ব্যহত ও অচল হয়ে যেতে পারে
খেরো খাতায় খেরো চিত্রে বা আরো চিত্রে ক্লিক করে এবং অন্যান্য বিভাগ যেমন হইচই বা টোলা আলোচনাতে সহযোগী চিত্রে ক্লিক করে ছবি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যাবে
এ ছাড়াও খেরো খাতায় অলংকরণে ক্লিক করে ছবি যোগ করা যাবে - অলংকরণের ছবির বাঞ্ছিত প্রস্থ সর্বাধিক ৪০০ পিক্সেল, ছবিগুলি স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবেনা, রচনার যেখানে প্রয়োজন [inline:1] বা [inline:2] কথাটি টাইপ করলে সেখানে লেফ্ট-অ্যালাইনড হয়ে দেখা যাবে, কোডটি একেবারে প্রথমে অথবা রচনার প্রথম ২০০-৩০০ শব্দের পরে আর রচনার শেষ ২০-৩০টি শব্দের আগে ব্যবহার্য, অন্যভাবে ব্যবহার সাইট বা সিস্টেমদ্বারা সম্পাদনযোগ্য ও পাশাপাশি একাধিকবার ব্যবহৃত কোড বাতিলযোগ্য
খেরো পাতায় খেরো চিত্র অথবা অলংকরণ যেকোনো একটি ব্যবহার করা বাঞ্ছনীয়, একসঙ্গে দুটি ব্যবহার করতে গেলে পোস্টটি সাইটে যুক্ত হবেনা ও অ্যাকাউন্টে সমস্যা হতে পারে - অলংকরণ পরিষেবাটি পরীক্ষামূলক ও প্রত্যাহৃত হতে পারে
ফোটোম্যাপিয়া ছবিতে মন্তব্যগুলি যে কেউ অন্য কারোরটা বাতিল করতে পারে, উপহারের ছবিগুলি যে কেউ ই-কার্ড হিসেবে যে কাউকে পাঠাতে পারে
মিডিয়া ফাইল আপলোড করার জন্য ডব্লুটোলা বা গ্রুপগুলি ব্যবহার করা যেতে পারে
মিডিয়া ফাইল যেমন mpeg mpg mp3 wav wmv ফাইলটাইপ ও সর্বাধিক ৪ থেকে ৫ এম.বি. ফাইলসাইজ আপলোড করা যেতে পারে, এই পরিষেবা পরীক্ষামূলক ও ফাইলসহ প্রত্যাহৃত হতে পারে
লেখা ফরম্যাট করা
প্লেন টেক্সটে লেখা বাঞ্ছনীয়, বোল্ড করতে এই <b> </b> ট্যাগের মধ্যে দেওয়া যেতে পারে হেলানো লেখা দেখাতে <em> </em> ট্যাগ ব্যবহার্যপ্রথম পাতার জন্য লেখা পাঠানো
কবিতাবিষয়ক টাটকা খবর, কবিতাকেন্দ্রিক আলোচনা নিবন্ধ প্রবন্ধ পুস্তক আলোচনা বা বইপ্রকাশের আগাম খবর, কবি ও কবিতা নিয়ে সাক্ষাত্কার বা আড্ডা প্রথম পাতার জন্য পাঠানো যেতে পারে এই পাতার মাধ্যমে অথবা লেখাগুলি নিজের ব্লগ বা খেরো খাতায় প্রকাশ করে ফ্রন্ট পেজ প্রমোশনের জন্য অনুরোধ জানানো যেতে পারে মূল সাইটের যোগাযোগ পাতার মাধ্যমেগল্প, রম্যরচনা, বিবিধ গদ্য বা অন্যান্য লেখা প্রথমে খেরো খাতায় তাত্ক্ষণিক প্রকাশ করে যদি নিজস্ব বিবেচনায় মনে হয় এটি প্রথম পাতার পক্ষে উপযোগী তাহলে ফ্রন্ট পেজ প্রমোশনের অনুরোধ যোগাযোগ পাতার মাধ্যমে পাঠানো যেতে পারে
প্রথম পাতার জন্য পাঠানো লেখাগুলি একমাত্র অনুমোদনসাপেক্ষে প্রকাশ্য
লেখা বা মন্তব্যের জন্য মিতামুদ্রা
মিতামুদ্রা একটি কাল্পনিক মুদ্রা যা কোন রচনা বা মন্তব্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব অ্যাকাউন্টে জমা হতে থাকে খেরোখাতায় ৩০০ আর শব্দতোড়া, হইচই, উপহার, টোলা পত্তন, টোলা আলোচনায় ১৫০ মিতামুদ্রা রচনাপিছু প্রাপ্য, মন্তব্যপিছু ৫০টি মিতামুদ্রা জমা হবে, রচনা বাতিল করলে সঞ্চয় থেকে মুদ্রা বিয়োগ হবেমিতামুদ্রা দিয়ে কি করা যাবে? এই মুহূর্তে এটি শুধু একটি নিজস্ব সাইটস্বক্রিয়তার সূচক, তবে প্রকাশিতব্য কবিতাবাজারে ভবিষ্যত্ লেনদেনে বা মিতালি সাইট ইন্টারফেস, মুদ্রানীতি নির্ধারণ ইত্যাদি বিবিধ ক্ষেত্রে ব্যবহার্য হতে পারে, এটি কবে হবে তার কোন নির্ধারিত সময় নেই - সময়ে সময়ে প্রশ্নোত্তর পাতায় এই ব্যাপারে বিস্তারিত দেওয়া হবে বা ঘোষণা করা হবে
রচনা বা প্রোফাইলের ক্ষেত্রে তিনটি সেটিং লভ্য ১. সবাই দেখতে পারে ২. শুধু আমি দেখতে পারি ৩. শুধু আমার বন্ধুরা দেখতে পারে - সবাই দেখতে পারে সেটিং-এ অসদস্যরাও দেখতে পাবে, লক্ষণীয় যে শুধু বন্ধুদের সেটিং-এ শুধু তারা দেখতে পেলেও তাদের দ্বারা যে তা ট্রান্সমিটেড হবেনা এরকম কোন নিশ্চয়তা নেই অর্থাত্ নিজে ব্যতীত অন্য একজন কেউও দেখতে পেলে সেটি আর প্রাইভেট না থাকতে পারেযে কোন রচনাকে সবার জন্য উন্মুক্ত রাখা বাঞ্ছনীয়, তবে শুধুমাত্র নিজের পড়বার বা দেখবার জন্য অথবা বন্ধুদের পড়বার বা দেখবার জন্য উপরের পদ্ধতিতে নির্ধারণ করা যায়, বিশেষ দ্রষ্টব্য যে ব্যক্তিগত বা বন্ধুদের জন্য লেখার শিরোনাম ও লেখার ঘটনাটি সাইট স্পাইয়ে নথিভুক্ত হয় যদিও সেই পাতার লিঙ্ক থেকে লেখাগুলি অনুমোদিত ব্যক্তি বাদে অন্য কেউ পড়তে পারেনা
প্রোফাইল পাতা ব্যক্তিগত রাখলেও চিরকুট, হটস্পট ও বইঘর সবাই অ্যাকসেস করতে পারে, চিরকুট যে কেউ যে কাউকে পাঠাতে পারে ও যে কেউ পড়তে পারে, ব্যক্তিগত ডাক যাকে পাঠানো হয়েছে শুধুমাত্র সেই ব্যক্তি পড়তে পারে, বিবিধ জটিলতা এড়াতে নিজস্ব ইমেল ব্যক্তিগত রাখা সুবিধাজনকযেসব রচনা বিশেষতঃ লিখিত রচনার ক্ষেত্রে বা টেক্সটের ক্ষেত্রে ব্যক্তিগত সেটিং লভ্য একান্ত প্রয়োজন হলে একমাত্র শুরু থেকেই ব্যক্তিগত সেটিং-এ অর্থাত্ ড্রাফ্ট বা বন্ধুদের জন্য সেটিং-এ রাখা ও পরে সুবিধামতো এই সেটিং তুলে নেওয়া যেতে পারে - ফ্রন্ট পেজে একবার উন্নীত করা হয়েছে এমন লেখা বা একাধিক মন্তব্য জমা পড়ে যাওয়া সবার জন্য প্রকাশিত, প্রদর্শিত ও পঠিত রচনাকে ব্যক্তিগত সেটিং-এ নিয়ে যাওয়া বাঞ্ছনীয় নয়, ও সে ক্ষেত্রে ঐ সেটিংকে অতিক্রম করে লেখাটি বা লেখাগুলিতে আবার সবার অ্যাকসেস করে দেওয়া হতে পারে
মিতালি কমিউনিটিভিত্তিক সাইট হবার ফলে সবার জন্য প্রকাশিত রচনা অন্যদের মন্তব্যসংযুক্ত হতে পারে বা ফেভারিট তালিকা সংযুক্ত হতে পারে বা ইমেলে লিঙ্কে প্রেরিত হতে পারে যার ফলে একবার প্রকাশিত রচনা পরবর্তীতে অবাতিলযোগ্য ও এরকম রচনাকে পরবর্তীতে সমূহ পরিবর্তন করা বা শুধুমাত্র ব্যক্তিগত করে দেওয়া বাঞ্ছনীয় নয়, লেখককৃত সেটিং লিখিত রচনার ক্ষেত্রে অতিক্রম করে আগের সেটিং-এ রিভার্ট করে দেওয়া হতে পারে তবে এই ধরণের ব্যবস্থা প্রোফাইল বা ব্যক্তিগত ছবির ক্ষেত্রে কখনোই করা হবেনা>p বন্ধুত্বের অনুরোধ প্রাইভেটলি বা ব্যক্তিগতভাবে পাঠানো হয় এবং অপরপক্ষ অনুমোদন করলে বন্ধুত্ব স্থাপিত হয়, স্থাপিত বন্ধুত্ব সাইট স্পাইয়ে তালিকাভুক্ত হয়, তবে প্রোফাইল পাতা বা বন্ধুতালিকা-চিরকুটসহ দপ্তর পাতাকে শুধুমাত্র বন্ধুদের জন্য সীমিত করা যায়
বিবিধ বিষয়ে আরো জানবার জন্য প্রশ্নোত্তর পাতা দেখা যেতে পারে কোনো অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে মূল সাইটের যোগাযোগ পাতার মাধ্যমে জানানো যেতে পারে