যোগাযোগ পাতার মাধ্যমে তোমার ও যাকে ইনভাইট করতে চাও তার ইমেল জানাও
স্বাগতম মিতা !
এখানে সদস্যপদ আমন্ত্রণভিত্তিক। তুমি যদি ইতিমধ্যেই আমন্ত্রণ না পেয়ে থাক শিগগিরি নিশ্চয়ই তা পেয়ে যাবে তোমার নিকট কোন কবিতাবন্ধুর থেকে। আর তা যদি না হয়ে থাকে কবিতা যোগাযোগের মাধ্যমে তোমার নাম সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকায় এখনই নথিভুক্ত করিয়ে রাখ!